বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দুর্গাপূজার মূল বার্তা হলো অশুভ শক্তির বিনাশ। অশুভ শক্তি থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা অভিন্ন, একত্রিত। অতীতের মতো ভবিষ্যতেও আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পাশে থাকবো।
বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে খুলনা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিচল থাকবো। মতপার্থক্য ভুলে গিয়ে ৫ই আগস্টের পর নতুন একটি খুলনা ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণ করতে হলে ঐক্যের বিকল্প নেই। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনবারের নির্বাচনে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। রাতের নির্বাচন, ডামি প্রার্থী ও একতরফা আসন বণ্টনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তবে ছাত্র-জনতার আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার হওয়ায় সে অধ্যায় শেষ হয়েছে। এখন বাকি আছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, যেটির জন্য জনগণ বহু বছর অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, এটি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সেই নির্বাচন সফল করতে হলে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। যারা এ নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। স্থানীয় সমস্যার প্রসঙ্গে বকুল আশ্বাস দিয়ে বলেন, পূজার পর জলাবদ্ধতা নিরসনের জন্য সাবমার্শিবল পাম্প স্থাপন করা হবে। কৃষকদের তাৎক্ষণিক সমস্যার সমাধানে দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে এবং বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে বড় সমস্যাগুলোর সমাধান করা হবে। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো অশুভ শক্তি আমাদের স্বপ্ন ভঙ্গ করতে পারবে না। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমী’র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী বাবু, হিন্দু ট্রাস্টের ট্রাস্টি সত্যনন্দ দত্ত, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, হাদার আলী তরফদার, শেখ নুরুল ইসলাম নুরু, শেখ মিজানুর রহমান মিজান, মাহমুদ হাসান শান্ত, শেখ ইকরাম হোসেন, শেখ সাকের উল্লাহ তুহিন, শেখ মফিজুল ইসলাম ডালিম, আমিনুল ইসলাম বাবু, আলমগীর খন্দকার মনি প্রমুখ। পরবর্তীতে রকিবুল ইসলাম বকুল নগরীর বড় বয়রা সনাতন ধর্ম সভা দাসপাড়া, বৈকালী পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, খালিশপুর ও রায়ের মহল হরি মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।