সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ | চ্যানেল খুলনা

তালায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির দাবিতেই এ কর্মসূচি। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ ও নারীরাও সর্বোচ্চ মর্যাদা পাবেন।

উপজেলা জামায়াতে আমির মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক এবং শ্রমিককল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।

এছাড়া বক্তব্য দেন জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা. আফতাব হোসেন,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,মাও. রেজাউল করিম,তালা ইউনিয়ন আমির মো. মুজিবুর রহমান,খলিলনগর ইউনিয়ন আমির মাও. আকবর হোসেন,তেতুলিয়া ইউনিয়ন আমির মাও. আ. হালিম,উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান,উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,উপজেলা সহকারী সেক্রেটারি মাও. কবিরুল ইসলাম,উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন,হাফেজ শাহ আলম,ইসলামকাটি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল হাকিম,খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান,তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান,উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা তথ্য ও মিডিয়া সেক্রেটারি মাস্টার নাজমুল ইসলাম। সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

তালায় তিন বছরের শিশুর পুকুরে ডুবে মৃত্যু

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন আনিস সভাপতি, নাহিদ সাধারণ সম্পাদক

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় নলতায় অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।