সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত | চ্যানেল খুলনা

খুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৫ পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো-‘থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট’। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গাজী মোঃ মঞ্জুর মুর্শিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের অবদান অপরিসীম। একজন দক্ষ ফার্মাসিস্ট ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি রোগীর নিরাপদ চিকিৎসা এবং উন্নত স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশও হয়ে ওঠেন। দেশে ফার্মাসিস্ট তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বৈশ্বিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির নানা চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, চিকিৎসা ব্যবস্থায় ফার্মাসিস্টকে সহযোদ্ধা হিসেবে দেখতে হবে। স্বাস্থ্যখাতের প্রতিটি স্তরে তাদের সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ সাইফুজ্জামান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আসমা উল হুসনা আশা। অনুষ্ঠানে একাডেমিক এক্সিলেন্সসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ফার্মা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে স্বাস্থসেবায় ফার্মাসিস্টদের অবদান সম্বলিত রঙ-বেরঙের বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

দলের দুঃসময়ে যারা নিরাপদ দূরত্বে থেকেছে, তারা বিএনপির কেউ না

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা

সাত দফা দাবিতে মাস্টাররোল ও আউটসোর্সিং কর্মচারীদের খুলনা সওজ ‘র নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান

কুয়েটে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।