সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুর্গোৎসবকে সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে: হেলাল | চ্যানেল খুলনা

দুর্গোৎসবকে সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে: হেলাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে এটিকে মিলনমেলা ও সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় খুলনার রূপসা উপজেলার কাজদিয়ায় বি আরডিবি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অসত্যের বিরুদ্ধে সত্যের জয়-এই মূলনীতিকে ধারণ করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে হবে। দুর্গোৎসব আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, তাই সবার উচিত গ্রহণযোগ্য ভাষায় সম্ভাষণ জানিয়ে মিলনমেলায় অংশগ্রহণ করা। বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের শক্ত ভূমিকার ওপর জোর দিয়ে হেলাল বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক কর্মীদেরও আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনের ওপর নির্ভর করতে হবে।

স্থানীয় ধর্মীয় সম্পদ ও মন্দির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় যতগুলো মন্দির রয়েছে এবং এসব মন্দিরের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বিএনপি সহযোগিতা করবে। একই সঙ্গে একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণের প্রস্তাবও তিনি তুলে ধরেন। মানবিক ও নৈতিক উন্নয়নে ধর্মীয় দর্শনের গুরুত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, ধর্মগ্রন্থ মানুষকে চুরি, মিথ্যা ও অসৎ কাজ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। তাই ধর্মীয় চর্চা সমাজের নৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু বিকাশ মিত্র ও আর্য ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক সমর কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন ও উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, মোল্লা সাইফুল রহমান, মোল্লা রিয়াজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

আজিজুল বারী হেলাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অগ্রিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

খুবির সাথে গবেষণা কোলাবরেশনে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

নবনির্বাচিত বিসিবির পরিচালক জুলু কে এক্স ক্রিকেট এসোসিয়েশনের সংবর্ধনা

বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।