দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার অর্ন্তগত ১০ ও ১২নং ওয়ার্ডের দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে। বিএনপি মহানগর মিডিয়া সেল বিষয় নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় খালিশপুর থানার অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল ও ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় মনিটরিং সেলের সুপারিশক্রমে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রে তাদেরকে অব্যহতি প্রদান করা হয়েছে।