ইউরোপিয়া ইউনিয়নের অর্থায়নে গঠিত, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় যুব নারী সাংবাদিকদের অংশগ্রহণে একটি নেটওয়ার্কিং ইভেন্ট খুলনার দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ইভেন্টে নারী ও কিশোরী সাংবাদিকরা অংশগ্রহণ করে। আলোচনায় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যাবলি তুলে ধরা হয় এবং সেসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব, সিডব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।
ইভেন্টে ধ্রুব এলায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক প্রকল্প বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। একই সঙ্গে বিজেপিসির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবির “নেটওয়ার্কিং জার্নালিজম” বিষয়ে প্রেজেন্টেশন দেন।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, বিজেপিসির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবিরসহ খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এছাড়াও ধ্রুব, সিডব্লিউএফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।