সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা | চ্যানেল খুলনা

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

কাঠমান্ডুতে চলমান সহিংস বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (স্থানীয় সময়) রাজধানীর দল্লু এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খনালের বাড়িতে আগুন ধরিয়ে দিলে তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকার প্রাণ হারান।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরে আটকে পড়া অবস্থায় গুরুতর দগ্ধ হন তিনি। পরে কির্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌডেলকে (৬৫) রাজধানীর রাস্তায় বিক্ষোভকারীরা তাড়া করে ধরে লাথি ও ঘুষি মেরে নির্যাতন করছে। এ দৃশ্য আরও উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

প্রথমে ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম সরকার বন্ধ করে দিলে তরুণ প্রজন্ম ক্ষোভে ফেটে পড়ে। এই জেন জি নেতৃত্বাধীন বিক্ষোভ সোমবার রক্তক্ষয়ী রূপ নেয়, যখন পুলিশ গুলি চালিয়ে অন্তত ১৯ জনকে হত্যা করে। এতে ক্ষোভ আরও বাড়তে থাকে।

যদিও মঙ্গলবার সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তারপরও আন্দোলন থামেনি। বিক্ষোভকারীরা সংসদ ভবন ও শীর্ষ রাজনৈতিক নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ করে। রাজধানীর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং সেনা হেলিকপ্টারে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত থেকেই আন্দোলনের সূত্রপাত হলেও পুলিশের গুলিতে তরুণদের মৃত্যুই আন্দোলনকে তীব্র আকার দেয়। এখন বিক্ষোভের মূল দাবি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক অভিজাতদের জবাবদিহি নিশ্চিত করা।

নেপাল চীন ও ভারতের মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক দেশ। চলমান অস্থিরতা শুধু দেশটির ভেতর নয়, আঞ্চলিক পর্যায়েও উদ্বেগ তৈরি করছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারত-বাংলাদেশ দুই দেশ আবার এক হয়ে যাবে: বিজেপি এমপি

ল্যুভরের পর এবার ফ্রান্সের সোনার কারখানায় চুরি, ৬ জন আটক

দুই জেনারেলের দ্বন্দ্বের পর সুদানের গৃহযুদ্ধে জড়িয়েছে যেসব দেশ

তিন দিনের বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান-পাকিস্তান

এআই দিয়ে ৩ বোনের অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল, ভাইয়ের আত্মহত্যা

রানি ভিক্টোরিয়া যেভাবে ‘মাদক সম্রাজ্ঞী’ হয়ে উঠেছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।