ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা। সেরা পারফরম্যান্স করে শিরোপা জিতে বিশ্ব ক্রিকেটকে বার্তা দেওয়ার তাগিদ তাঁদের।
মিরপুরের মিডিয়া সেন্টারে আজ এশিয়া কাপের দল ঘোষণার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আবেগ দিয়ে ভাবলে আলাদা কথা। আমি চাই দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলুক। কিন্তু আমাদের শক্তিমত্তা, অবস্থান আর লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ কতটা সুগম, বিশ্লেষণ করেই এসব ভাবতে হবে। টুর্নামেন্ট একটু এগোলেই বোঝা যাবে কারা ফাইনালে যাবে; তখন আমাদেরও ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে। আমার মনে হয় ধাপে ধাপে চিন্তা করাই উচিত। টি–টোয়েন্টি বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, আবার আফগানিস্তানের বিরুদ্ধে পারিনি। এই দুই দলই প্রথম রাউন্ডে আমাদের প্রতিপক্ষ। এশিয়ান পরিসরে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারলেই বিশ্ব ক্রিকেটে বার্তা দেওয়া যাবে। তাই আবেগ নয়, যুক্তি–বাস্তবতা মাথায় রেখে এগোতে হবে। আমি আশাবাদী, মাঠে কেউ কাউকে ছাড়বে না।’