জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আশারুল ইসলাম, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মৎস্য অফিসের মোঃ রফিজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোটদের এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মাছের গুরুত্ব, পুষ্টি ও জীবিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। শিশুরাই আগামী দিনের কর্ণধার, তাই তাদের মাঝে মাছের প্রতি আগ্রহ তৈরি করা আমাদের মূল লক্ষ্য।’
শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে শুধু পাঠ্যপুস্তক জ্ঞান নয়, সৃজনশীল চর্চাও জরুরি। মৎস্য সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের জ্ঞান ও চিন্তাশক্তিকে সমৃদ্ধ করবে।’