সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ল্যাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে। গবেষণামূলক কাজ, নতুন জ্ঞান সৃজন ও শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার ক্ষেত্রে ল্যাব অপরিহার্য। কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা ল্যাবের মানোন্নয়নে নিয়মিত কাজ করছি। সঠিক ব্যবস্থাপনা ও ব্যবহার ল্যাবকে টেকসই রাখতে সহায়তা করবে। শিক্ষার্থীরা যেন ল্যাব ব্যবহার করে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও শক্তিশালী করতে হলে আধুনিক ল্যাব ব্যবস্থাপনার বিকল্প নেই।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।

দিনব্যাপী প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে ল্যাব ব্যবস্থাপনার নীতি ও প্রয়োগ, ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। সেশনগুলো উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, রিসার্স এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ল্যাবরেটরির দায়িত্বে থাকা ল্যাব টেকনিশিয়ান ও কর্মচারীরা অংশ নেন। দিনব্যাপী এই কর্মশালার সমাপনী সেশনে প্রশ্নোত্তর, মতামত গ্রহণ ও ফিডব্যাক উপস্থাপন করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনার নারী ও সাংবাদিকদের অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : এড. মনা

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।