ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ ই আগস্ট বুধবার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে আর ও একটি মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনার লবণছড়া থানার কাছে রূপসা ব্রিজ বাইপাস রোডে অবস্থিত গুলজান সিটির আরণ্য ইকো গার্ডেনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
দৈনিক প্রবাহ-এর আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে খুলনা ও আশপাশের জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অ্যালায়েন্স-এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সাংবাদিকতার নীতিমালা ও তথ্য অধিকার বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়া সিডাব্লিউএফ-এর এডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রোগ্রামটি পরিচালনা করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের খবর-এর সম্পাদক ও এখন টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম, দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিল্টন এবং লবণচড়া থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত ইউসুফ হোসেন, রুপসা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আব্দুর রহিমসহ খুলনার স্থানীয় ও জাতীয় পত্রিকার বিভিন্ন গণমাধ্যম ও সুবিধাভোগী নারী ও যুব মহিলার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ১৩ ই আগস্ট বুধবার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে আর ও একটি মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।