সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ ই আগস্ট বুধবার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে আর ও একটি মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনার লবণছড়া থানার কাছে রূপসা ব্রিজ বাইপাস রোডে অবস্থিত গুলজান সিটির আরণ্য ইকো গার্ডেনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

দৈনিক প্রবাহ-এর আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে খুলনা ও আশপাশের জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অ্যালায়েন্স-এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সাংবাদিকতার নীতিমালা ও তথ্য অধিকার বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এছাড়া সিডাব্লিউএফ-এর এডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রোগ্রামটি পরিচালনা করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের খবর-এর সম্পাদক ও এখন টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম, দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিল্টন এবং লবণচড়া থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত ইউসুফ হোসেন, রুপসা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আব্দুর রহিমসহ খুলনার স্থানীয় ও জাতীয় পত্রিকার বিভিন্ন গণমাধ্যম ও সুবিধাভোগী নারী ও যুব মহিলার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত ১৩ ই আগস্ট বুধবার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে আর ও একটি মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।