খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতন এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সহ-সভাপতি আলী আবদার রাজুসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।