সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

সাতক্ষীরা সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী ঘের মালিক গুরুতর আহত হয়েছে। সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ল²ীদাড়ি সীমান্তের জিরো লাইনের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাংলাদেশি ঘের মালিকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত শেখ আব্দুস সাঈদ এর ছেলে।

ঘের মালিক আলমগীর হোসেনের ভাগ্নে বিল্লাল হোসেন জানান, তার মামা আলমগীর হোসেন ফজরের নামাজ আদায় করার পর ভোর সাড়ে পাঁচটার দিকে ল²ীদাড়ি সীমান্তের জিরো লাইনের কাছে কুমড়োর খাল এলাকায় মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল চোরাচালানীকে ধাওয়া করে। বিএসএফের ধাওয়া খেয়ে চরাচালানীরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে সীমান্তে জিরো লাইনের কাছে ঘেরের ভেড়িবাঁধের উপর দাঁড়িয়ে থাকা তার মামা আলমগীর হোসেনের গায়ে গুলি লাগে। দ্রæত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ এবিএম আক্তার মারুফ জানান, আলমগীর হোসেনের শরীরের ডান পাশে মাথায়, গলায়, চোখের পাশে ও ঘাড় সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ২০ /২৫টি ছাররা গুলি লেগেছে। তবে তিনি বর্তমানে সংকামুক্ত।

বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার জহির ঘটনার নিশ্চিত করে বলেন, ঘোজাডাঙ্গা বিএসএফ একদল চোরাচালানীকে লক্ষ্য করে গুলি ছেড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজখবর নেয় হচ্ছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালার উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

চোরা শিকারীদের ধাওয়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ

তালা থানা ছাত্রদলের সদস্য সচিবের পিতার ইন্তেকাল, সাবেক এমপির শোক প্রকাশ

জাতীয় গণঅভ্যুত্থান দিবসে তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

তালা মডেল প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরেও নেই স্থায়ী ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।