সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জলবায়ু লক্ষ্য পূরণে কার্বন ক্রেডিটের কথা ভাবছে ইইউ | চ্যানেল খুলনা

জলবায়ু লক্ষ্য পূরণে কার্বন ক্রেডিটের কথা ভাবছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০৪০ সালের জন্য নির্ধারিত কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রায় উন্নয়নশীল দেশগুলো থেকে কার্বন ক্রেডিট অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে।

এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপীয় জলবায়ু কমিশনার ওয়পকে হোকস্ট্রা। তবে এই প্রস্তাবে পরিবেশবাদী সংগঠনগুলো তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে।

গত বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের এক বৈঠকে ইইউ সদস্য রাষ্ট্রগুলো ১৯৯০ সালের তুলনায় ২০৪০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৯০ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবে।

ইউরোপ ২০৫০ সালের মধ্যে নিট শূন্য নির্গমন অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে লক্ষ্যটির অংশ হিসেবে আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু উন্নয়নশীল দেশ বৃক্ষরোপণ, বন পুনরুদ্ধারসহ নানা প্রকল্পে কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।

পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথা থেকে নয়, বরং মোট কতটা নির্গমন কমছে। আমরা চাই ইউরোপ এবং বৈশ্বিক দক্ষিণ উভয় জায়গায় কার্যকর পদক্ষেপ হোক, বলেন হোকস্ট্রা।

পরিবেশবাদীদের মতে, কার্বন অফসেট ব্যবস্থার মাধ্যমে ধনী দেশগুলো নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক থিঙ্কট্যাঙ্ক এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিট এর আন্তর্জাতিক প্রধান গ্যারেথ রেডমন্ড কিং বলেন, ইইউ’র মতো বড় নির্গমনকারী অঞ্চল যদি সর্বোচ্চ সম্ভাবনা অনুযায়ী অভ্যন্তরীণ নির্গমন কমায় না, তাহলে বৈশ্বিক জলবায়ু প্রচেষ্টাই দুর্বল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, এই ধরনের ব্যবস্থা ইইউ’র দীর্ঘদিনের জলবায়ু নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে, বিশেষ করে এমন এক সময় যখন বিশ্বকে সেই নেতৃত্ব সবচেয়ে বেশি দরকার।

এদিকে হোকস্ট্রা আশ্বাস দিয়েছেন, উন্নয়নশীল দেশগুলোর কার্বন প্রকল্পগুলোকে অতিরিক্ত উদ্যোগ হিসেবেই গণ্য করা হবে, তাদের নিজস্ব প্রতিশ্রুতির বিকল্প হিসেবে নয়। একইসাথে, তিনি কার্বন ক্রেডিট ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে কঠোর যাচাই-বাছাইয়ের কথা বলেছেন।

তবে ২০৪০ সালের লক্ষ্য নির্ধারণ নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ফ্রান্সসহ কয়েকটি দেশ প্রস্তাব করেছে যে, ২০৩৫ সালের জন্য জাতীয়ভাবে নির্ধারিত অবদান (ঘউঈ) ঘোষণাকে ২০৪০ সালের চূড়ান্ত লক্ষ্যমাত্রা থেকে আলাদা করা হোক। তাদের যুক্তি, এতে করে ভবিষ্যতে আরও নমনীয় লক্ষ্য নির্ধারণ সহজ হবে।

কিন্তু হোকস্ট্রা জানিয়েছেন, ইইউ সেপ্টেম্বরের মধ্যেই ২০৪০ সালের উচ্চাকাঙ্ক্ষি নির্গমন লক্ষ্য ও সমন্বিত ঘউঈ উপস্থাপন করবে, যেমনটি জাতিসংঘ মহাসচিব অনুরোধ করেছেন। তিনি চীনের নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমালোচনা করে বলেন, কপ ২৮ এ জীবাশ্ম জ্বালানি থেকে সরে যাওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এটি তার পরিপন্থী।

আসন্ন নভেম্বরে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য কপ ৩০ সম্মেলনের আগেই সকল দেশকে নতুন ঘউঈ উপস্থাপন করতে বলা হয়েছে। তবে এখনো অনেক দেশ তা প্রকাশ করেনি।

হোকস্ট্রা বলেন, যদিও ব্রাজিল ঘোষণা দিয়েছে যে কপ ৩০ এ কোনো ঘউঈ আলোচনা হবে না, তবুও তিনি বিশ্বাস করেন, বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমায় রাখতে ঘউঈ’র প্রভাব এবং পরবর্তী করণীয় নিয়ে রাজনৈতিক আলোচনার প্রয়োজন রয়েছে।

https://channelkhulna.tv/

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

সহনীয় বাতাস নিয়েও বায়ুদূষণের তালিকায় আজ এগিয়েছে ঢাকা

বৃষ্টি কমিয়েছে দূষণ, ঢাকার অবস্থান ২৯তম

জলবায়ুর পরিবর্তনে দুর্যোগ ঝুঁকিতে উপকূলীয় কলাপাড়ায় কৃষি ও জেলে পেশায় ভয়াবহ সংকট

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূগর্ভস্থ পানিতে বাড়ছে বিষাক্ততা

জলবায়ু সংকট মোকাবেলায় উপকূলে লবণ পানি সহনশীল গাছ লাগান

জলবায়ু পরিবর্তন ও কপ ৩০-একটি অস্তিত্ব রক্ষার ডাক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।