সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে‘ | চ্যানেল খুলনা

‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে‘

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ঢাকা জলবায়ু সম্মেলন ২০২৫’, যার মূল প্রতিপাদ্য ছিল— জলবায়ু পরিবর্তনে নগর জীবনে প্লাস্টিক দূষণ রোধে তরুণদের ভূমিকা।

জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক তরুণ অংশ নেন। সম্মেলনে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তনের ফলে নগরজীবনে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা, বিশেষ করে প্লাস্টিক দূষণ, এবং এ সমস্যা মোকাবেলায় তরুণদের করণীয়।

সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম রহমান দূর্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সাইফুজ্জামান। উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ফারুক রহমান, স্বাগত বক্তব্য রাখেন সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।

সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল পরিবেশ নয়, অর্থনীতি, স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে। তাই এই সংকট মোকাবেলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও উদ্ভাবনী উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ক্যাম্পাসে পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, প্লাস্টিক বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের মতামত প্রদানের সুযোগ বৃদ্ধির কথা বলা হয়।

সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং পরিবেশ ও জলবায়ু অ্যাকশন প্ল্যান গ্রহণের মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

https://channelkhulna.tv/

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের স্বাস্থ্যঝুঁকি

ভবিষ্যতের খাদ্যব্যবস্থা গড়ার বৈশ্বিক অঙ্গীকার

বেলেমের কপ-৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

কপ ৩১ আয়োজনের দায়িত্ব পেল তুরস্ক

বৈশ্বিক উষ্ণতা রোধে বড় চ্যালেঞ্জ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।