সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিএনপি’র জনগণের দল, জনগণকে সঙ্গে নিয়েই ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিতে প্রস্তুত : এড. মনা | চ্যানেল খুলনা

বিএনপি’র জনগণের দল, জনগণকে সঙ্গে নিয়েই ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিতে প্রস্তুত : এড. মনা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। শুধু তাই নয়-আল বদর, আল শামস বাহিনী গঠন করে দেশের মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং জামায়াত কী বললো, না বললো- এটা বিএনপির কাছে বিবেচ্য নয়। বিএনপি’র কাছে এখন বিবেচ্য, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ হয়ে গিয়েছিল, সেটা ফিরিয়ে আনা। মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করে নিজেদের পছন্দমত সরকার প্রতিষ্ঠা করবে-এটাই বিএনপি’র চাওয়া।

শনিবার দৌলতপুর থানার অন্তর্গত ৪ ও ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্রই জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগামীদিনে তাদেরকে রাজনৈতিকভাবে রাজপথেই মোকাবেলা করে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিএনপি’র জনগণের দল, জনগনকে সঙ্গে নিয়েই বিএনপি এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিতে প্রস্তুত রয়েছে। বিএনপি অতীতে সরকারে থেকেছে, কাজ করেছে। আজকে অর্থনৈতিক যা কিছু অবকাঠামো দাঁড়িয়ে আছে, এটা জিয়াউর রহমান শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া এটাকে এগিয়ে নিয়ে গেছেন। সমীক্ষায় দেখা গেছে, বেগম জিয়ার আমলে দেশে সবচেয়ে বেশি শিল্পায়ন হয়েছিল। দেশে গত কিছুদিন ধরে যেসব ঘটনা ঘটছে, দেশবাসী মনে করে-সেগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। দুর্ঘটনা এ দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে মানুষ পুড়ে মারা গেছে। বিমান দুর্ঘটনা হয়েছে। কিন্তু মিছিল করে সচিবালয় আক্রমণ করা দেখিনি। তারপর দেখলাম, পতিত শক্তি যারা চলে গেছে, তাদের স্লোগান হয়েছে। তাতে বুঝা যায়, কারা এসব করছে। নির্বাচন যত দেরি হবে, ততই ঘোলা পানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধার হবে।

৪নং ওয়ার্ড: শনিবার বিকেল ৪টায় স্থানীয় দেয়ানা উত্তর পাড়া ঈদগাহ ময়দানে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠান লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল। মোঃ আরমান শেখের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, রুবায়েত হোসেন বাবু, মোঃ শফিক আনাম, কামরুল ইসলাম বাচ্চু, জামাল উদ্দিন বাবলু, আমিন শাহ, মুক্তার হোসেন, মনসুর রহমান, মোল­া হোসেন, মিজানুর রহমান মিজান, শেখ আহাদুজ্জামান, এনায়েত হোসেন, ফিরোজা বেগম, নাসরিন মিজা, সাকিব ফরাজি, মামুন আহমেদ প্রমুখ।

৬নং ওয়ার্ড: দৌলতপুর দিবা-নৈশ কলেজ অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, বদরুল আনাম, মতলুবুর রহমান মিতুল, বক্তৃতা করেন শেখ আনসার আলী, মাসুদ রানা ডাবলু, শওকত আলী, বেল­াল হোসেন, সেলিম আহসান, হাবিবুর রহমান, হাদিসুর রহমান নোমান, হায়দার আলী লাবু, দেলোয়ার হোসেন, আলী আকবর সাবু, খায়রুল ইসলাম, সালমা বেগম, মদিনা বেগম, আজম সরোয়ার, খশনুর রহমান জনি, আকুঞ্জী মাহমুদ, আল আমিন রতন, মিজানুর রহমান মৃদুল, রফিকুল ইসলাম, রাজু আহমেদ কুটি, হীরা বেগম, রাকিবুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

তরুণদের শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে গবেষণার প্রয়োজন : উপ-উপাচার্য

কুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুয়েট জনতা ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ পালিত

কুয়েটে এমএসই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবিতে একাডেমিক কাউন্সেলিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৩ থেকে আজ পর্যন্ত কেউ একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে নাই – ফয়জুল করীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।