সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েত বিমানবন্দরে ১৯৯ কেজি জর্দাসহ ৪ বাংলাদেশি আটক | চ্যানেল খুলনা

কুয়েত বিমানবন্দরে ১৯৯ কেজি জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

জর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে মোট ১৯৯ কেজি জর্দা জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ঘটনায় একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরদিন একই ধরনের অপর একটি ঘটনায় আরও তিনজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে জব্দ করা হয় ১৫৯ কেজি জর্দা।

কাস্টমস বিভাগ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে জব্দ প্রতিবেদন প্রস্তুত করে তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা শনাক্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালানো হচ্ছে।

নিষিদ্ধ পণ্য চোরাচালান প্রতিরোধে কাস্টমস বিভাগের চলমান তৎপরতার অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তারা দেশের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় সকল বন্দরে নিযুক্ত কর্মকর্তাদের সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।

সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে কাস্টমস বিভাগ আরও জানায়, কুয়েতের শুল্ক আইন ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলাই সব যাত্রীর দায়িত্ব। নিষিদ্ধ দ্রব্য বহন করা গুরুতর অপরাধ, যার জন্য শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

এবার উত্তাল ফ্রান্সে ২ লাখ মানুষের বিক্ষোভ, অগ্নিসংযোগ–ভাঙচুর

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

নেপালে জেন-জি আন্দোলন: ১৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের নির্বিচার গুলি, নিহত বেড়ে ১৪

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প-মোদির বন্ধুত্বের বার্তা, ওয়াশিংটন-দিল্লি বরফ গলছে কি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।