জুলাই পুনর্জাগরণ উপ লক্ষ্যে প্রতীকি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাগুরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা এ প্রতীকি ম্যারাথনের আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মো : অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন।
এ সময় জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহাবুবুল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াছুর রহমান , জেলা জামাতের আমির এমবি বাকের, জেলা মহিলা অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসন চত্বর থেকে প্রতীকী ম্যারাথন দৌড় শুরু হয়। প্রতীকী ম্যারাথন দৌড় শহরের ভায়না মোড়, ঢাকা রোড হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।