সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল | চ্যানেল খুলনা

উপাচার্যের গভীর শোক প্রকাশ, ক্যাম্পাসে জানাজা অনুষ্ঠিত

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক রাত ১১.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বেলা ১১.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রাক্তন প্রফেসর ড. ওবায়দুল্লাহ হান্নান, ডিসিপ্লিনের অ্যালামনাই প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান ও প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, মরহুমের ছোট ছেলে মিরাজুল ইসলাম। স্মৃতিচারণপর্বটি পরিচালনা করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী। জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রাক্তন প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাইয়ের ইন্তিকালে খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় খুবি উপাচার্যের শোক

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল

সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মাহফিল

সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।