দৈনিক দিনকালের খুলনা ব্যুরোর রিপোর্টার ও দ্য সাউথ এশিয়ান টাইমস-এর খুলনা প্রতিনিধি ফকির শহিদুল ইসলামের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টা পর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ২টা ১০ মিনিটের তার অপারেশন সম্পন্ন হয়।
বিশিষ্ট হৃদ রোগ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ শহিদুল্লাহ’র তত্ত্বাবধানে এ অপারেশন করা হয়। অপারেশন শেষে তাকে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।
প্রায় ২ মাস আগে সাংবাদিক ফকির শহিদুল ইসলাম হৃদ রোগে আক্রান্ত হন। প্রথমে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে হার্টে রিং পরানোর চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়। পরে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার এ অপারেশন করা হয়।
এদিকে সাংবাদিক ফকির শহিদুলের আশু সুস্থতা কামনা করেছেন তার পরিবারের সদস্য ও তার সহকর্মীরা।