সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
উৎপাদন বাড়াতে অঞ্চলভিত্তিক গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে : উপ-উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে আইএমটিএ পদ্ধতিতে চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উৎপাদন বাড়াতে অঞ্চলভিত্তিক গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে : উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের উদ্যোগে রবিবার (২৯ জুন) ‘Shrimp Culture in Integrated Multi-Trophic Aquaculture Systems’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘Ecological Health Assessment of Shrimp Culture in Integrated Multi-Trophic Aquaculture Systems through Bioremediation: A Farmer-Centric Approach’ শীর্ষক সাব-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের জনসংখ্যা বাড়লেও খাদ্য সংকট দেখা যায়নি। জমিসহ প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমলেও খাদ্য উৎপাদন আশানুরূপ হারে বেড়েছে। এর পেছনে রয়েছে কৃষিবিদ ও কৃষকদের নিরলস পরিশ্রম এবং বিজ্ঞানভিত্তিক গবেষণার অবদান।

তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে প্রযুক্তির সাথে কৌশলের সমন্বয় ঘটিয়ে অভাবনীয় সাফল্য এসেছে। এখন সময় এসেছে অঞ্চলভিত্তিক সমস্যার ভিত্তিতে গবেষণার। যাতে প্রতিটি অঞ্চলের কৃষক তাদের চাষাবাদে বাস্তবসম্মত সমাধান পায়। ইন্টিগ্রেটেড মাল্টি-ট্রফিক অ্যাকুয়াকালচার (আইএমটিএ) পদ্ধতি চিংড়ি চাষে যেমন টেকসইতা নিশ্চিত করে, তেমনি উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভবান হওয়ার সুযোগ তৈরি করে। তবে অর্থনৈতিক লাভের পাশাপাশি খাদ্য নিরাপত্তার দিকটিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক প্রজেক্টের প্রধান গবেষক (পিআই) ড. শেখ তারেক আরাফাত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী চৈতি রানী। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও মাঠ পর্যায়ের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রজেক্টের কো-পিআই ও এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ। ফ্যাসিলিটেটর হিসেবে বিষয়ভিত্তিক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন প্রজেক্টের প্রধান গবেষক (পিআই) ড. শেখ তারেক আরাফাত, সাতক্ষীরার সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম ও দাকোপের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। টেকনিক্যাল সেশনের শেষে মুক্ত আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনা জেলায় দোয়া মাহফিল

বিএনপি চায় সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে : মনা

খুবিতে প্রেষণামূলক প্রণোদনা পেলেন ৫ কর্মচারী

খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালানো আসামি ফের গ্রেফতার : কেএমপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।