সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুই মণ গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক | চ্যানেল খুলনা

দুই মণ গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক

৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

শনিবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রুপ মিয়ার ছেলে রাসেল মাহমুদ, একই ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, একই উপজেলার সদর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বারেক মিয়ার ছেলে সুজন ও মাধবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।

রাসেল শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন। র‌্যাবের দাবি, রাসেল এক চিহ্নিত মাদক কারবারি।

র‌্যাব জানায়, গাঁজার চালান আসছে এমন খবরে শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময় একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপটি থেকে ৮২ কেজি গাঁজাসহ রাসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, “মাদকসহ আটকের বিষয়টি সঠিক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।