সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
অভয়নগরে কৃষক দল নেতা হত্যায় ২০ বাড়িতে আগুন, আটক ২ | চ্যানেল খুলনা

অভয়নগরে কৃষক দল নেতা হত্যায় ২০ বাড়িতে আগুন, আটক ২

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ডহর মশিয়াহাটী গ্রামের ২০টি বাড়িতে আগুন দিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতব্যাপী এ ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম ও তার সহযোগী সুমন। সেখানে মৎস্য ঘেরের জমির চুক্তিপত্র নিয়ে পিন্টুর সঙ্গে তরিকুলের তর্ক হয়। একপর্যায়ে অজ্ঞাত ৬/৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তরিকুলকে গুলি করে পালিয়ে যায়।

কৃষক দলের নেতার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ওই রাতে উত্তেজিত জনতা পিন্টু বিশ্বাসসহ আশপাশে ২০টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে, শুক্রবার (২৩ মে) আসরের নামাজের পর অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলিম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এখনই জানানো যাচ্ছে না। বাকিদের আটকে অভিযানে রয়েছে পুলিশ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবীর অভিযোগে যুবক আটক

মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

যশোরে নিজ ঘরে স্টিলের বাক্সে মিললো গৃহবধূর মরদেহ, স্বামী আটক

ভারি বর্ষণে পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল স্থলবন্দর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।