সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় আব্দুল হাকিমের ভূমি দখলের অভিযোগ | চ্যানেল খুলনা

মাগুরায় আব্দুল হাকিমের ভূমি দখলের অভিযোগ

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের তেঘরিয়া গ্রামের সাংবাদিক আব্দুল হাকিমের ভূমি দখলের অভিযোগ উঠেছে। মাগুরা শহরে বসবাসকারী আব্দুল হাকিম তার পৈতৃক জমি বর্গাদারের মাধ্যমে চাষাবাদ করতেন। কিন্তু, কিছু ভূমি দস্যু তাকে জমি থেকে বিতাড়িত করে দখল করে নেয়।

অভিযোগ অনুযায়ী, ভূমি দস্যুদের মধ্যে আছেন – আজগর, মোস্তফা, নান্নু, বাসার, জামির, মুকাদ্দেস, কালাম, তকব্বর, আব্দুস সালাম মোল্লা এবং আমির। এদের চক্রান্তে আব্দুল হাকিমের জমির ফসল বিক্রি করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তারা তাকে শারীরিক নির্যাতনসহ হত্যার হুমকি দিচ্ছে, যার কারণে আব্দুল হাকিম এখন তার নিজ জমিতে যেতে পারছেন না।

আব্দুল হাকিম তার অভিযোগে বলেন, “এই জমি থেকে একসময় আমার পরিবারের জীবনধারণের জন্য তিন ফসলি চাষাবাদ হতো। কিন্তু দীর্ঘদিন ধরে জমি থেকে বিতাড়িত হয়ে আমি ও আমার পরিবার গভীর অর্থসংকটে পড়েছি। যদি এই জমি উদ্ধার না করতে পারি, তাহলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না।”

তার জমি, যা ৪০০ পেঁপে গাছের চাষাবাদের জন্য উপযুক্ত ছিল, সেই জমির ক্ষতি গত ৪ বছরে ৩২ লক্ষ টাকারও বেশি হয়েছে। জমিতে স্থাপিত সাবমারসিবল টিউবওয়েলও ভেঙে ফেলা হয়েছে। এরই মধ্যে ভূমি দস্যুরা তার বর্গাচাষী বাসারুলকে উস্কানি দিয়ে ধান চাষ করতে দেয়নি এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

এদিকে, আব্দুল হাকিম ১৪৪/১৪৫ ধারায় প্রথমে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এবং পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা করেছেন। তবে, ভূমি দস্যুরা তাকে মামলা তুলে নিতে চাপ দিয়ে হত্যার হুমকি প্রদান করেছে। ২১ মে, ২০২৫ তারিখে নান্নু, মোস্তফা, বাসার, এবং তার স্ত্রী চন্দ্র তাকে প্রাণনাশের হুমকি দেয়।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, তারা আদালতের আদেশ অনুযায়ী তদন্ত করছেন এবং জমি দখলদারদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছেন। আব্দুল হাকিম দ্রুত তার জমি উদ্ধার এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

আবাসিক এলাকায় কারখানা বন্ধ ও ভারী যানবাহন বন্ধের দাবিতে মাগুরায় মানববন্ধন

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় পাঁচ দিনব্যাপী জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মাগুরা প্রেসক্লাব

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: পীর সাহেব চরমোনাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।