সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি | চ্যানেল খুলনা

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনগুলো বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের ওপর সহিংসতা, গুম, খুন, ধর্ষণ ও নির্যাতন চালিয়ে সারা দেশে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ করে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে।

এতে আরও বলা হয়, এসব অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দলটির পক্ষ থেকে আন্দোলনকারীদের ওপর হামলা, উসকানিমূলক কর্মসূচি, বিদেশে পলাতক নেতাদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচার, ব্যক্তি ও রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের চেষ্টা ইত্যাদি কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে এবং দেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী দলটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো ধরনের প্রকাশনা, প্রচারণা, গণমাধ্যম ব্যবহার, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এফএওর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

গুলশানের ভোটার হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রিজওয়ানা

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তার ১৪ জন হেফাজতে, একজন পলাতক: সেনাসদর

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।