সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
অজয়ের কারণে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে বন্ধুর স্ত্রী! | চ্যানেল খুলনা

অজয়ের কারণে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে বন্ধুর স্ত্রী!

বলিউডে প্র্যাঙ্কবাজ হিসেবে সুপরিচিত অজয় দেবগনের একটি মজার ছলে করা কাণ্ড একসময় মারাত্মক পরিণতির দিকে গড়িয়েছিল। এক সহ-অভিনেতার স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছিলেন, যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ওই নারীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনাটি নিজেই প্রকাশ্যে আনেন অজয় দেবগন। তিনি বলেন, ‘রাতে আমাদের শুটিং হতো। তখন ওদের মাত্রই বিয়ে হয়েছে। দিন হলেই স্বামীর সঙ্গে দেখা করতে আসতেন স্ত্রী।’

অজয় বলেন, ‘আমি মজা করেই ওই অভিনেতার স্ত্রীকে বলতাম, তোমার স্বামী পরকীয়া করছে! রাত্রিবেলা কোনো শুট হচ্ছে না। আমরা সবাই সাড়ে ১০টার মধ্যেই ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু ও কী করছে কেউ জানি না।’

প্রথম দিকে ওই নারী বিষয়টি হাস্যরস হিসেবেই নিয়েছিলেন। কারণ, অজয়ের মজার স্বভাব সম্পর্কে তিনি অবগত ছিলেন। কিন্তু এই প্র্যাঙ্ক টানা আটদিন চলার পর নবম দিনেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। স্বামীর সঙ্গে তীব্র ঝগড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী এবং ঘুমের ওষুধ সেবন করেন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। ভাগ্যক্রমে বড় কোনো বিপদ হয়নি।

অজয়ের এমন মজার ঝোঁক এখানেই থেমে থাকেনি। ‘গোলমাল ৩’-এর শুটিং সেটেও তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে নকল বোমা ও ভূতের ভয় দেখিয়ে প্র্যাঙ্ক করেছিলেন।

বলিউডে অজয় দেবগন এবং অক্ষয় কুমার—দুজনেই শুটিংসেটে ‘প্র্যাঙ্কবাজ’ হিসেবে বিখ্যাত। তবে কখনো কখনো এই প্র্যাঙ্ক কতটা দূর যেতে পারে, তা বোধহয় এই ঘটনাই প্রমাণ করে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

অজয়ের কারণে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে বন্ধুর স্ত্রী!

‘দ্রৌপদীর শাড়ি’তে মোহনীয় রূপে মিথিলা, ফের আলোচনায় ব্যক্তিজীবন

সন্ত্রাসের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, আমরা এসব শিখিনি

অভিনেতা সিদ্দিক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জামিন পেলেন অভিনেত্রী মেঘনা আলম

ময়ূখরঞ্জনকে একহাত নিলেন ঋত্বিক চক্রবর্তী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।