সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ | চ্যানেল খুলনা

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁর বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যু নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বাবার হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি ঘটনাটির বিস্তারিত ব্যাখ্যা দেন।

আসিফ মাহমুদ লেখেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম, তিনি জেলা পর্যায়ে (জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি আমি সাংবাদিককে নিশ্চিত করি। এরপর এটি গণমাধ্যমে প্রচারিত হয়।”

তিনি জানান, তাঁর বাবা বিল্লাল হোসেন একজন স্কুলশিক্ষক এবং আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তাঁর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও সেটি করে ফেলেন।

“রাষ্ট্রের যেকোনো ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে লাইসেন্স করতে পারেন। তবে আমি যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেই প্রেক্ষিতে বাবার এমন পদক্ষেপ কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি করে। বিষয়টি বুঝিয়ে বলার পর আজ বাবার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে,”—পোস্টে বলেন উপদেষ্টা আসিফ।

তিনি আরও যোগ করেন, তাঁর বাবা সম্ভবত বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। তাই বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি। পোস্টের সঙ্গে তিনি লাইসেন্স বাতিলের আদেশপত্রও যুক্ত করেছেন।

জুলকারনাইন সায়েরের পোস্টে কী ছিল

বিষয়টি প্রথম সামনে আনেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘ঠিকাদার তালিকাভুক্তি’ কপি হাতে এসেছে। যাচাই করে দেখা যায়, ২০২৫ সালের ১৬ মার্চ কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে তাঁর প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করা হয়।”

তিনি আরও জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে কিছু জানেন না বলে উল্লেখ করেন। পরে যাচাই করে বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, কোনো ধরনের সরকারি কাজের জন্য এই লাইসেন্স ব্যবহার করা হয়নি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

সশস্ত্র বাহিনীকে নির্বাচনে ‘ঐতিহাসিক ভূমিকা’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি বা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।