সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকল দল মতের উর্দ্ধে উঠে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে: গোলাম পরওয়ার | চ্যানেল খুলনা

সকল দল মতের উর্দ্ধে উঠে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সকল দল মতের উর্দ্ধে উঠে কাজ করার আহবান জানান। খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত সকল কর্মসূচি সফল করতে হবে। খুলনার ইয়ারপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর সাথে কথা হয়েছে। বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন। এ বিষয় নিয়ে আমি পার্লামেন্টেও কথা বলেছি। তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য সকল আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমাদের এক সাথে বসার সুযোগ হয়েছে। জামায়াত কার্যালয়ে বসে মতবিনিময় করতে পারছি। এ জন্য প্রথমে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।

রোববার (৬ এপ্রিল) দুপুর একটার দিকে নগরীর রয্যাল মোড়স্থ খুলনা মহানগরী জামায়াত কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো. আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ, সরদার রবিউল ইসলাম রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. সরদার রফিকুল আলম, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মৎস্য ও বন বিভাগ সম্পাদক এস এম মুর্শিদুল রহমান লিটন, দফতর সম্পাদক রকিব উদ্দিন ফরাজি, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, খলিলুর রহমান. আব্দুল খালেক শিকদার, এইচ এম আলাউদ্দিন, প্রমিতি দফাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই স্বাগত বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। এ সময় তিনি বলেন, ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৬ এপ্রিল খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন ও জেলা প্রসাশকের নিকট স্বারকলিপি প্রদান করার কর্মসূচী ঘোষণা করা হয়েছে বলে জানান।

এ কর্মসূচি সফল করার জন্য খুলনার সকল রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার অংশ হিসেবেই আজকের এই মতবিনিময় সভা। তিনি উক্ত কর্মসূচীতে খুলনার সকল নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান। এ ছাড়া আগামী ২৫ এপ্রিল ১৪৩তম খুলনা দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে দিনব্যাপী “কুয়েট রুলস, রেগুলেশন্স এন্ড একাডেমিক অর্ডিন্যান্স ফর ইউনিভার্সিটি লেকচারার্স” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুকুরের স্পে-নিউটার ও টিকাদান কার্যক্রম শুরু

৫ দফা দাবিতে খুলনা মহানগরী ও জেলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।