সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল খুলনা

মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

oplus_0

মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মাগুরার র্সবস্তরের জনগন ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় মাগুরা ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বণিক সমিতির আহবায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো: হুসাইন, জেলা লোক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হুমায়ন ইবনে বাবর, মাগুরা মেডিকেলের ইর্ন্টান চিকিৎসক মালিহা মৌরিন মাহিন, শেষ বর্ষের ছাত্র নঈমুল হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন। এসময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণ-স্বাক্ষর নেয়া হয়।

মানববন্ধন-সমাবেশ শেষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা মেডিকেল কলেজ রক্ষা কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে একটি স্বার্থন্বের্ষী মহল চক্রান্ত করছে। যা মাগুরাবাসি কখনো মেনে নেবে না। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া
পর্যন্ত এ আন্দোলন চলবে।

বক্তারা আরো বলেন, গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যহত রয়েছে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস শেষ করে ইর্ন্টাণ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে। ঠিক সেই সময় মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ষড়যন্ত্রকারিদের বলতে চাই মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দেবে মাগুরার সাধারণ জনতা। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর আহবান জানান বক্তারা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

আবাসিক এলাকায় কারখানা বন্ধ ও ভারী যানবাহন বন্ধের দাবিতে মাগুরায় মানববন্ধন

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় পাঁচ দিনব্যাপী জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মাগুরা প্রেসক্লাব

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: পীর সাহেব চরমোনাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।