সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় ট্রেড লজিস্টিক্স জব ফেয়ার আয়োজন করলো ইউএসএইড | চ্যানেল খুলনা

খুলনায় ট্রেড লজিস্টিক্স জব ফেয়ার আয়োজন করলো ইউএসএইড

ইউএসএইড এর সহায়তায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাকটিভিটির উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত হলো ট্রেড লজিস্টিক্স জব ফেয়ার। সোমবার (১৩ জানুয়ারি) খুলনা ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনটি তরুণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের লজিস্টিক্স খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সাথে সংযুক্ত করার একটি বিশেষ উদ্যোগ।

ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং এজেন্ট, এবং ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্টদের প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় সংগঠনগুলোর ২৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। খুলনা ও আশেপাশের এলাকা থেকে ৫০০ জন শিক্ষার্থী মেলায় উপস্থিত হয়। দিনব্যাপী এ আয়োজনে ছিল বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠান, যা শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয়।

ট্রেড অ্যাকটিভিটির ডেপুটি চিফ অব পার্টি মাশুক আল হোসাইন উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কাজী মো. মাহফুজুর রহমান খাতটির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপ‚র্ণ দিকনির্দেশনা দেন। এসময় তিনি বলেন, “এই জব ফেয়ারসাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি সম্পর্কে তরুণদের স্বচ্ছ ধারনা দিবে এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবে”।

এছাড়াও, ট্রেড ইন্ডাস্ট্রিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষ সেশনের আয়োজন করা হয়। নারীদের ভ‚মিকা এবং তাদের অবদানের ওপর ভিত্তি করে এই সেশনে লজিস্টিক্স খাতে নারী কর্মীদের অন্তর্ভুক্তি বাড়ানোর ওপর বিশেষ আলোকপাত করা হয়।

শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সেশনে সিভি তৈরি ও ইন্টারভিউতে ভালো করার টিপস শেয়ার করা হয়, যা তাদের চাকরি প্রক্রিয়ায় সফল হতে সহায়তা করবে। বিশেষজ্ঞরা নিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যা শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতিকে আরও দৃঢ় করবে।

মেলায়, দ্য আর্থ, ইউএসএইড বিজয়ী প্রকল্পের একটি অংশীদার, তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের কাজ প্রদর্শনের সুযোগ প্রদান করেছে। দ্য আর্থ “ক্যারিয়ার কম্পাস” উদ্যোগের মাধ্যমে মেলায় উপস্থিত ১৫০ জন বিজয়ী গ্রাজুয়েটদের জন্য ক্যারিয়ার নির্দেশনা প্রদান করে।

উল্লেখ্য, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাকটিভিটি দেশের বাণিজ্য ও লজিস্টিক্স খাতের বিকাশে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করছে। সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতার মাধ্যমে বাণিজ্য সহায়তা, বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি, এবং একটি শক্তিশালী ও উদ্ভাবনী পরিবেশ তৈরিতে কাজ করছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় খুলনায় নিসচার দোয়া-মাহফিল

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

খুবির সাথে গবেষণা কোলাবরেশনে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

নবনির্বাচিত বিসিবির পরিচালক জুলু কে এক্স ক্রিকেট এসোসিয়েশনের সংবর্ধনা

বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।