সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, ভাংচুর ও গুলি বর্ষণ | চ্যানেল খুলনা

শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, ভাংচুর ও গুলি বর্ষণ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু’দফায় এ ঘটনা
ঘটে।

প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদল নেতা মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল নেতা বাবর আলী বাবু দু’জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রপের অনুসারী। তাদের দু’জনের মধ্য ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে পদ ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পুর্ব শত্রæতা ছিলো।

তারই জেরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরোধ করে মারধোর করে। পরে বাবুর পক্ষের নেতা-কর্মীরা খবর পেয়ে রাত ১২ টার দিকে মোটর সাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষনসহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

পরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আবারও মোটরসাইকেল বহর নিয়ে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।

এ ব্যাপারে বাবু জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতা-কর্মীদের জানালে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিলো শুনে আমি সেখানে যেয়ে তাদের ফিরিয়ে এনেছি। রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়ি ভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের

বেনাপোল বন্দরে ৮০ টাকার মরিচ খুচরা বাজারে ৩০০ টাকা

শার্শায় ভাবিকে ধর্ষণ চেষ্টা: পুরুষাঙ্গ কর্তনের শিকার দেবর ৯ দিন পর আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন

জুলাই গণ অভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শায় বিজয় র‌্যালি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।