সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় জমকালো আয়োজনে প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় জমকালো আয়োজনে প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব ভবনে শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রায় সাত শতাধিক অতিথিদের উপস্থিতিতে এ অভিষেক অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো: মাহবুবুল আলম গোরা। তিনি বলেন, পবিত্র কোরআন এর পরে মানুষ এক সময় সত্য হিসেবে সংবাদপত্রকে মনে করতো কিন্তু গত ১৭ বছরে স্বৈরশাসনের সময় অপসাংবাদিকতার কারনে তা ভুলতে বসেছিল।দেশের মানুষ উঠিয়ে নিয়েছিল সংবাদপত্রের উপর থেকে তাদের বিশ্বাস।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা তথ্য অফিসার পাভেল দাস, বাংলাদেশ অবজারভার এর সিনিয়র স্টাফ রিপোর্টার শহিদুজ্জামান মোহন, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকতার হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের, প্রেসক্লাবের আজীবন সদস্য ড, আলী আফজাল,শরীফ আজিজুল হাসান মোহন, দিপঙ্কর বিশ্বাস এফসিএ বক্তব্য রাখেন।

মাহবুব আলম আরো বলেন, সাংবাদিকদের প্রকৃত সাংবাদিকতার মাধ্যমে দেশের গনমাধ্যকে মানুষের কাছে গ্রহনযোগ্য করে তুলতে সক্রিয়ভাবে কাজ করতে হবে। দীর্ঘদিন দেশের শাসন ব্যবস্থা একদলী য় স্বৈরশাসনে পরিনত করে সকল অর্গানগুলো ধংশ করা হয়েছিল, তার থেকে রক্ষা পায়নি গনমাধ্যম।

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত মাগুরার ১০ শহীদ এবং মাগুরা প্রেসক্লাবের প্রয়াত ৫ সাংবাদিককে মরনোত্তর সংবর্ধনা, দীর্ঘ ২৫ বছরপর মাগুরা প্রেসক্লাবের নতুন ৩১ জন সদস্য সাংবাদিককে বরণ ও মাগুরার কৃতি সন্তান বিটিভি মহাপরিচালক মো: মাহবুবুল আলম ঘোরাকে সম্মাননা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে মাগুরার জেলা পর্যায়ের সরকারি বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাত শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিষেক আয়োজনকে কেন্দ্র করে প্রেসক্লাব ভবন এবং তার আশপাশে সাত দিনব্যাপী দৃষ্টিনন্দন আলোকসজ্জা শহরবাসীর মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কফি, পিঠা, চটপটিসহ নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় পাঁচ দিনব্যাপী জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মাগুরা প্রেসক্লাব

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: পীর সাহেব চরমোনাই

মাগুরায় ৬৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।