সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না: জিয়াউল আহসান | চ্যানেল খুলনা

আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না: জিয়াউল আহসান

আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা জিয়াউল আহসান বলেন, ‘আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না।’

এর আগে একসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা জিয়াউলের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন।

অভিযুক্তদের আদালতে বক্তব্য রাখার বিধান না থাকলেও সাবেক এই সেনাসদস্যকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তখন তিনি বলেন, এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন।

জিয়াউলের আইনজীবী ও বোন নাজনীন নাহার আত্মপক্ষ সমর্থনে বলেন, ‘এনটিএমসি কখনো কাউকে অনুসরণ করেনি।’ এদিকে শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকের দেখেও একই কথা জানান জিয়াউল আহসান।

দুপুর দেড়টার দিকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল থেকে বের করা হয়। বেরিয়ে প্রথমেই তিনি হাত নাড়েন গণমাধ্যম কর্মীদের দিকে। তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হাত নামিয়ে নিতে বলে নিজেরাই হাত নামিয়ে দেন জিয়াউল আহসানের।

প্রিজন ভ্যানের দিকে যাওয়ার সময়ই তিনি চিকিৎকার করে গণমাধ্যমকর্মীদের বলতে থাকেন, ‘আমি কখনই আয়নাঘরে চাকরি করিনি।’ প্রিজন ভ্যানে উঠেও তিনি ভিতর থেকে বলতে থাকেন, আমি আয়নাঘরে কখনও চাকরি করিনি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, অ্যাজেন্ডায় কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা

সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।