সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও হাদিয়া বিতরণ করেছে ইসলামী আন্দোলন | চ্যানেল খুলনা

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও হাদিয়া বিতরণ করেছে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ বলেছেন, বিপদের সময়ে ধৈর্য্য ধারণ করা মোমেনের চরিত্র। অস্থির হলে চলবে না, তাই ধৈর্য্য ধারণ করা এবং আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা পাইকগাছা উপজেলার দেলুটিয়া ইউনিয়নের ফুলবাড়ি, হরিণখোলা, দারুল মল্লিক, নয়াল, তেলিখালী, সৈয়দখালি ও কালিনগরের বন্যাদুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে নগদ অর্থ হাদিয়া বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা শিকুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, সরোয়ার হোসেন বন্দ, এইচ এম আরিফুল ইসলাম, রেজাউল করীম সরদার, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ মনির হোসেন, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হারুনুর রশীদ, মোহাম্মদ উমার আলী, মোহাম্মদ ওলিয়ার রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজমুল কবীর, মোঃ আয়ুব আলী, মোহাম্মদ মমিনুল ইসলাম নাসিব, মোহাম্মদ টিপু সুলতান, মোঃ আকবর আলী, মাওলানা ইলিয়াস হোসেন, মোহাম্মদ শফিকুর রহমান, আবু দাউদ, মোঃ ইউসুফ আলী, মোঃ মাহাদী হাসান মুন্না, মোহাম্মদ মোস্তফা গালিব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোঃ ইউসুফ গাজী, মোহাম্মদ ওসমান, মোঃ শাহাদাত নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর ভেরি বাঁধ ভেঙে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাধ দিতে যা করার দরকার খুলনার মানুষ তা করতে প্রস্তুত আছে। খুলনার জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেয়া হলে পানি তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেয়া হলে কখনো দুর্নীতিবাজদের কাছে আমাদের মাথা নত করতে হবে না বরং আমাদের কাছে মাথানত করতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ বলেন, দেশের ভেতরে নদী ও খাল খনন। নদী দখল প্রতিরোধে দীর্ঘ মেয়াদে রাজনৈতিক সংগ্রাম করা না গেলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে হবে।

নেতৃবৃন্দ এই মসিবত থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদেরকে বেশী বেশী দুআ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চাইতে হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই, প্রজ্ঞাপন হতে পারে: সালাহউদ্দিন

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই: জামায়াত আমির

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ, প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: তাহের

এই দলটি থেকে তরুণদের অনেক কিছু পাওয়ার আছে, বিএনপিতে যোগ দেওয়া প্রসঙ্গে স্নিগ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।