সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় নানা আয়োজনে শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় নানা আয়োজনে শোক দিবস পালিত

খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীতে শোক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় খুলনা নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। গত ৪ তারিখে কার্যালয়ের সব কিছু পুড়িয়ে দেওয়ার পর সেখানে সকালে শেখ মুজিবুরের একটি ছবি টানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে খুলনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশ এলাকা প্রদক্ষিণ করে। সবশেষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ববি, মুক্তি রাণী, মো. রুবেল সমীর মন্ডল, আজিজুর রহমান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, তাই আমরা মনে করি তাঁকে জিসকল রাজনীতির উর্ধ্বে রাখা উচিত। এই দেশের ইতিহাসের সাথে তঁার নামটি জড়িয়ে আছে। এজন্য ইতিহাসের আলোকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান দেওয়া উচিত। নেতার আরও বলেন, আমরা যদি মুক্তিযুদ্ধ ও একটি স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করি তাহলেও শেখ মুজিবুর রহমানকে বাদ দেওয়ার সুযোগ নেই। তাই জাতির পিতা হিসেবে তিনি আমাদের মনে আছেন এবং আগামীতেও থাকবেন। এই দিনে তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেজন্য তঁাকে এবং সেদিনের শহীদ সকলকে যেমন বিনম্র শ্রদ্ধা জানাই তেমন একটি সুন্দর বাংলাদেশেরও স্বপ্ন দেখি। সকলে মিলেই দেশের উন্নয়ন ত্বরান্নিত হবে বলেও আমরা বিশ্বাস করি।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন সোনাডাঙ্গা থানার যৌথ সভা অনুষ্ঠিত

কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময়

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

২৮ অক্টোবর হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে খুলনায় জামায়াতে বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।