সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র | চ্যানেল খুলনা

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কারণ, দেশটি তার জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে। বুধবার (৭ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন। খবর এনডিটিভির।

সংবাদ সম্মেলনে মিলার বলেন, আমরা বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নজর রাখছি। এখন স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাই। এখন পর্যন্ত হতাহত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। আমরা এখন দৃষ্টি দিয়েছি সহিংসতা বন্ধে। জবাবদিহিতায় আমরা সমর্থন দেব।

প্রসঙ্গত, কোটা আন্দোলনে সহিংসতা শুরুর পর থেকে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্ররা এ নিয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে থাকেন। তারা সরকারের বলপ্রয়োগে হতাহতের নিন্দা জানান।

এরই মধ্যে ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। ফলে সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। এ ঘটনা দেশের অভ্যন্তরে ছাড়াও বহির্বিশ্বে বেশ প্রভাব ফেলে। এখনো বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতির বিশ্লেষণ চলছে।

এদিকে তিন দিনের শূন্যতা কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন সরকারের যাত্রা। দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে থাকছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন সরকারপ্রধান এবং তার পরিষদের সদস্যরা। সব মিলিয়ে এই সংখ্যা ১৫ জন হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার (আজ) দুপুরে ড. ইউনূস দেশে ফিরবেন।

জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ইতোমধ্যেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।

গতকাল বুধবার দেশবাসীর উদ্দেশে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেছেন, ‘আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

মৌখিক নির্দেশনায় সব দূতাবাস-মিশন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি

দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জন্মদিনে খালেদা জিয়াকে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে: ইসি সচিব

নির্বাচনকালীন সরকারে থাকছি না: আসিফ মাহমুদ

চলতি বছর মব সন্ত্রাসে নিহত ১১১ জন: আসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।