সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির সাথে আরণ্যক ফাউন্ডেশনের এমওইউ স্বাক্ষরিত | চ্যানেল খুলনা

খুবির সাথে আরণ্যক ফাউন্ডেশনের এমওইউ স্বাক্ষরিত

সুন্দরবন, জলবায়ু, ম্যানগ্রোভ, ইকোসিস্টেমসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা সুবিধা এবং শিক্ষার্থীদের ইন্টারশিপের সুযোগ সৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে আরণ্যক ফাউন্ডেশনের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও আরণ্যক ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান প্রফেসর ড. এ. জেড. এম মঞ্জুর রশীদ এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এবং আরণ্যক ফাউন্ডেশন স্বাক্ষরিত এমওইউ প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা ও প্রকাশনা, ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণের সুযোগ, গবেষণার জন্য অনুদান সংগ্রহ এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমের প্রচার করবে, যার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থীসহ উভয় পক্ষ উপকৃত হবেন। তিনি এই এমওইউ স্বাক্ষরের জন্য আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যানকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এমওইউতে জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী, ইকো-ট্যুরিজম অনুশীলন এবং ইকোসিস্টেম পরিষেবাগুলির সমস্যা সমাধানের জন্য একসাথে কাজ করার সুযোগ অন্বেষণ, সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও মূল্যায়নে সহযোগিতা, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, অধ্যয়ন, প্রকাশনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, ম্যানগ্রোভ এবং অন্যান্য প্রাকৃতিক ইকোসিস্টেম সম্পর্কিত গবেষণার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সুবিধা এবং সক্ষমতা উন্নত করতে সহযোগিতা, আরণ্যক ফাউন্ডেশন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষক ও বিশেষজ্ঞদের আদান-প্রদানের প্রচার, সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত যৌথ কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণ সেশন স্থাপন ইত্যাদি বিষয় উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রাকৃতিক গ্রীষ্মমণ্ডলীয় বন এবং বনের জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা বা পুনরুদ্ধার করার লক্ষ্যে ২০০৩ সালে বাংলাদেশ সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ‘আরণ্যক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। এ ফাউন্ডেশনটি বন বাস্তুতন্ত্র সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু-সহনশীল সম্প্রদায়ের উন্নয়ন, নির্গমন হ্রাস, লিঙ্গ ও বৈচিত্র্য অন্তর্ভুক্তি, বেসরকারি খাতের সম্পৃক্ততা, নীতি সমর্থন, এবং কার্যকর যোগাযোগ ও জ্ঞান ব্যবস্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাদের দৃষ্টিভঙ্গি সহযোগিতামূলক বন শাসনকে উৎসাহিত করে, বাংলাদেশের সবুজ বৃদ্ধির জন্য টেকসই ব্যবস্থাপনার ওপর জোর দেয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ

খুলনা ২ আসনের হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন সোনাডাঙ্গা থানার যৌথ সভা অনুষ্ঠিত

কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।