সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোট বর্জনের আহ্বান নগরিতে বিএনপি’র লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

ভোট বর্জনের আহ্বান নগরিতে বিএনপি’র লিফলেট বিতরণ

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর গল্লামারী এলাকায় লিফলেট বিতরণ করেছে খুলনা জেলা বিএনপি। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান নেতৃবৃন্দ। একই সাথে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানানো হয়।

জেলা বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

লিফলেট বিতরণকালে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির ও আশরাফুল আলম খান নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিন্টু, মোঃ কালাম লস্কর, খান ইসমাইল হোসেন, আজাদ আমিন, আব্দুর রব আকুঞ্জি, মোল্লা আইয়ুব হোসেন, মাহমুদুল হাসান লোটাস, হাবিবুর রহমান বেলাল, বাহাদুর মুন্সি, গাজী শহীদুল ইসলাম, মশিউর রহমান শফিক, ইমরান খান, মিল্টন রয়, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, মোঃ মনির লস্কার, আজিজুল ইসলাম, মোল্লা শাহিন, জাফর হাসান, মনিরুজ্জামান সোহাগ, আল আমিন, মামুন ও রব্বানি প্রমুখ।।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা হবে ৫: আমির

আগামীকাল সব জেলায় মিছিল করবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো

শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই: জামায়াত আমির

দলের দুঃসময়ে যারা নিরাপদ দূরত্বে থেকেছে, তারা বিএনপির কেউ না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।