সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
টানা চতুর্থ বার নৌকার টিকিট পেলেন হাবিবুন নাহার | চ্যানেল খুলনা

টানা চতুর্থ বার নৌকার টিকিট পেলেন হাবিবুন নাহার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, খুলনা সিটি করপোরেশন মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক’র সহধর্মিণী বেগম হাবিবুন নাহার।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪.০০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের তালিকায় সংসদীয় ৯৭ বাগেরহাট -৩ আসনে বেগম হাবিবুন নাহারের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)।

বেগম হাবিবুন নাহার একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও জাতীয় সংসদের বারবার নির্বাচিত সদস্য। তিনি ১৯৫৪ সালের ১৮ সেপ্টেম্বর বিখ্যাত বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এরপর তালুকদার আব্দুল খালেকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

২০০৮ সালে প্রথম বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আবারও নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান ও তিনি সফল ভাবে সে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মোট ১০ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিচার-বিবেচনা করে আবারও এ আসন থেকে হাবিবুন নাহারকে নৌকার টিকিট প্রদান করা হয়। হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ায় রামপাল উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

‎ভাতা দিয়ে তরুণদের বেকার রাখতে চাই না: শফিকুর রহমান

সংসদে আমার প্রথম কাজ হবে ‘নো সার্ভিস নো বিল’ প্রস্তাব: তাসনিম জারা

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অন্য সমস্যার অনেকাংশ সমাধান, এটাই আমার প্ল্যান: তারেক রহমান

দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিকে মাটিতে পুঁতে ফেলা হবে: জামায়াতের আমির

ভারতের পক্ষের শক্তি পালিয়েছে, আরেকটি বিভ্রান্তি ছড়াচ্ছে: সালাহউদ্দিন

আমাদের কোনো কার্ড নাই, আপনারা ভাইবোনেরাই আমাদের কার্ড: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।