সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
কেএমপি'তে শেখ রাসেল দিবস উদযাপন ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন | চ্যানেল খুলনা

কেএমপি’তে শেখ রাসেল দিবস উদযাপন ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে এর উদ্বোধন করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক।

পরে শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের সাথে নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও আগত দর্শনার্থীগণ কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী সম্পর্কে অবগতকরণ, তাঁর আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গঠনের ক্ষেত্রে তাঁর পদাঙ্ক অনুসরণের লক্ষ্যে এই কর্ণারটি স্থাপন করা হয়েছে। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন এবং মুক্তিযুদ্ধে তাঁর অবিসংবাদিত ভূমিকা সম্পর্কে ধারণা প্রদানের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের এই আন্তরিক ক্ষুদ্র প্রয়াস। মূলত বঙ্গবন্ধু ও বাংলাদেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন সিংহহৃদয় ব্যক্তিত্বই নন তিনি একটি পতাকা, একটি রাষ্ট্র, একটি আদর্শের নাম।

তিনি বলেন, কেএমপি সদর দপ্তরে আগত দর্শনার্থীরা ‘বঙ্গবন্ধু কর্ণার’ ব্যবহার করতে পারবেন এবং বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবেন।
শেখ রাসেল দিবস উদযাপনের সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সাথে ঘটে যাওয়া নরকীয় ঘটনা এবং বঙ্গবন্ধুর আদরের শিশু পুত্র শেখ রাসেল’র উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি একটি সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক, সন্ত্রাস, যানজট এবং নাশকতা মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শে অনু্প্রাণিত হয়ে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, মোঃ সাজিদ হোসেন, মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

নগরীর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং সেন্টার বন্ধ থাকবে

খুলনা সাব- রেজিস্ট্রি অফিসের সামনে যুবককে গুলি করে হত্যা চেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।