সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় কমিউনিটি সম্পৃক্তকরন সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় কমিউনিটি সম্পৃক্তকরন সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (৩০মে) খুলনার ২৮ নং ওয়ার্ড অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাইড প্রকল্পের খুলনা সেন্টার ২৮ নং ওয়ার্ডের এলাকাবাসী , বিভিন্ন পেশার নারী , পুরুষ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতিতে কমিউনিটি সম্পৃক্তকরন সভা আয়োজন করা হয়।
প্রাইড খুলনা সেন্টারের ইমপ্লয়মেন্ট অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রকল্পের খুলনা সেন্টারের সেন্টার লিড শীলা আক্তার । উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্হাপক জনাব মোস্তাফিজুর রহমান এবং ব্র্যাকের পরিচিত তুলে ধরেন জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার সঞ্জয় ব্যানার্জী ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন, বিভিন্ন সমাজসেবক, UNDP এর সদস্য, CDC সদস্য , ব্যবসায়ী এবং ২৮ নং ওয়ার্ডের অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ । আরও উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রকল্পের এমপ্লয়মেন্ট অফিসার মোঃ বারিকুল ইসলাম , প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন, মেহেদী হাসান এবং এ্যাসিট্যান্ট লজিস্টিক অফিসার মোঃ নয়ন মাহমুদ ।
অনুষ্ঠানে রিটেইল সেলসের এ প্রশিক্ষণের উদ্দেশ্য, বৈশিষ্ট্য আলোচনা করা হয় এবং সমাজের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের রিটেইল সেলসের উপর সরকারি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং এ সকল সুবিধা বঞ্চিত যুবাদের কর্মসংস্থানের জন্য ব্র্যাক যে ভূয়সি ভূমিকা পালন করছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং অর্থনৈতিক উন্নয়নে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার জন্য সচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণটি কাদের জন্য, প্রশিক্ষণ গ্রহন করবার পর কি সুবিধা পাওয়া যাবে সে সকল বিষয়ে আলোচনা করা হয় ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সহ সকলেই নারীর ক্ষমতায়ন ও অপ্রচলিত পেশায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করা হয় । সকলের অর্থাৎ নারী, পুরুষ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। সবাই কে কাজের সমান সুযোগ দেয়া উচিত বলেও তারা মনে করেন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে এমন অসাধারণ সভার জন্য ব্র্যাকের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি তাদের ২৮ নং ওয়ার্ডের যুবাদের এ প্রশিক্ষণটি নেবার জন্যও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
উল্লেখ্য যে, প্রাইড প্রজেক্টের আওতায় খুলনা সদরের ময়লাপোতায় সাথী কমপ্লেক্সে এর তৃতীয় তলায় রিটেইল সেলসের উপর ক্লাসরুম ভিত্তিক ও ওয়ার্কপ্লেস ভিত্তিক ৩৬০ ঘন্টার ট্রেনিং প্রদাণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ ও যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে, বৈধ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মসনদ থাকতে হবে।
প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েট লার্নারদের চাকরির সুব্যবস্থা করা হয়। উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করা হয় কমিউনিটি সম্পৃক্তকরন সভায়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল

নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

১০ নং ওয়ার্ড যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রীতি সমাবেশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সময়ের খবর-এর মফস্বল সম্পাদকের সুস্থতা কামনা করেছেন এমইউজে ও বিএফইউজে

আইন-শৃঙ্খলা অবনতির দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।