সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদন্ড | চ্যানেল খুলনা

খুলনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদন্ড

খুলনার সোনাডাঙ্গার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামল‌য় ৬ জনকে মৃত্যুদন্ড দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে তা‌দের ২০ হাজার টাকা করে জ‌রিমানা দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া চারজনকে ৮ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমনন ট্রাইব‌্যুনাল-৩ এর বিচারক আঃ ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদালতের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ।
মৃত‌্যুদন্ড প্রাপ্তরা হ‌লেন, মোর‌শেদুল ইসলাম শান্ত ওর‌ফে শান্ত বিশ্বাস (পলাতক), শেখ শাহাদাত হো‌সেন (পলাতক), মোঃ রা‌ব্বি হাসান পরশ, মোাঃ মাহামুদ হাসান আকাশ, কজী আ‌রিফুল ইসলাম প্রীতম (পলাতক) ও মোঃ মিম হো‌সেন।
এছাড়া এ মামলার অপর চারজন আসা‌মি অপ্রাপ্ত বয়স হওয়ায় তা‌দেরকে ৮ বছ‌রের কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। তারা হ‌লেন, নুরুন্নবী আহমেদ, মঈন হো‌সেন হৃদয়, মোঃ সৌরব শেখ ও মোঃ জিহাদুল ক‌বির দিহান। এছাড়া পর্ণগ্রাফী আই‌নে আসা‌মি নুরুন্নবী‌ আহমেদকে আরও ৩ বছ‌রের কারাদন্ড দেওয়া হ‌য়ে‌ছে।
মামলার এজহা‌রে ব‌র্ণিত সূত্রে জানা গেছে, ঘটনার দুই‌দিন আ‌গে আসা‌মি মোরশেদুল ইসলাম শান্তর সা‌থে ভিক‌টিমের প‌রিচয় হয়। ওই সূত্র ধ‌রে আসা‌মি ২০১৯ সা‌লের ২৯ জুন বিকেল সাড়ে ৪ টার দি‌কে মোবাইল ফোনের মধ‌্যমে ভিক‌টিম‌কে ডেকে নেয় শান্ত। সাহেবের কবর খানায় উভয় এক সাথে মি‌লিত হয়। সেখান থে‌কে ভিক‌টিম‌কে নেওয়া হয় মামলার অপর আসা‌মি নুরুন্নবীর সোনাডাঙ্গা থানাধীন বিহারী ক‌লোনীর ভাড়া বা‌ড়ি‌তে। প‌রে ভিক‌টিম‌কে ইচ্ছার বিরু‌দ্ধে ধর্ষণ ক‌রে শান্ত। শান্তর ভি‌ডিও‌টি ধারণ ক‌রে উপি‌স্থিত অন‌্যান‌্যর। প‌রে ভিক‌টিম‌কে ধারণকৃত ওই ভি‌ডি‌ওটি দেখি‌য়ে ভয়ভী‌তি দি‌য়ে অন‌্যান‌্যরা পালাক্রমে ধর্ষণ ক‌রে।
ধর্ষণ শে‌ষে আসা‌মিরা ভিক‌টিম‌কে প্রাণনা‌শের হুম‌কি দি‌য়ে সন্ধ‌্যার দি‌কে ছে‌ড়ে দেয়। প‌রে ঘটনা‌টি ভিক‌টিম বড়‌বোনকে খু‌লে ব‌লে। তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। ঘটনার প‌রেরদিন বড়‌বোন বাদী হ‌য়ে সোনাডাঙ্গা থানায় ৯ জন আসা‌মির নাম উ‌ল্লেখ মামলা দা‌য়ের ক‌রেন, যার নং ২২। একই বছ‌রের ১৩ ন‌ভেম্বর ১০ জন আসা‌মির নাম উ‌ল্লেখ ক‌রে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ মমতাজুল হক আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলাকালীন ৩০ জনের ম‌ধ্যে ১৩ জন আদাল‌তে সাক্ষ‌্য প্রদান করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

খুলনায় আগুনে পুড়ল অস্থায়ী মার্কেটের ৪৪টি দোকান

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।