সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
কয়রায় ভেঙেই গেল বাঁধটি, ৭ গ্রাম প্লাবিত | চ্যানেল খুলনা

কয়রায় ভেঙেই গেল বাঁধটি, ৭ গ্রাম প্লাবিত

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকার বাঁধটি আবারও ভেঙে গেছে। এর ফলে অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।
রোববার (১৪ আগস্ট) দুপুরের জোয়ারের চাপে বাঁধের তিনটি স্থানে ভেঙে যায়। এর আগে গত শনিবার দুপুরের জোয়ারে ওই স্থানে ভাঙলেও তাৎক্ষণিক গ্রামবাসী তা মেরামত করে।

এর আগে ১৭ জুলাই ওই এলাকার বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছিল। সে সময় গ্রামবাসীর প্রচেষ্টায় মূল বাঁধের ২০০ মিটার দূর থেকে রিং বাঁধ দিয়ে পানি আটকানো হয়। পরে সেটি রক্ষণাবেক্ষণে দায়িত্ব নেয় পাউবো।
স্থানীয় মানুষের অভিযোগ, পাউবোর নিয়োজিত লোকজন নিয়মিত তদারকি না করায় বাঁধ ভেঙে ফের দুর্ভোগে ফেলেছে তাদের।
স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত মেরামত করা হলে এমন দুর্ঘটনা ঘটতো না। এ মুহূর্তে ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আমনের বীজতলাসহ চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, এই মুহূর্তে স্থানীয় নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে জোয়ারের চাপ সামলাতে না পেরে বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এটি মেরামতে সময় লাগবে বলে জানান তিনি।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাতটি গ্রাম নদীর পানিতে ফের প্লাবিত হয়েছে। সেখানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন কাজ করছে। একই সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়া হোক

মোল্লাহাটে মহাসড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

খুবির বিজিই ডিসিপ্লিনে সিনথেটিক বায়োলজির উপর সেমিনার অনুষ্ঠিত

খুলনায় সুপেয় পানির তীব্র সংকট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় খুলনায় ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল

খুলনায় মহিলা আ’লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।