সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
দলিত সংস্থার উদ্দ্যোগে ১৪ নং ওয়ার্ডে অর্ধবার্ষিকী সমন্বয় সভা | চ্যানেল খুলনা

দলিত সংস্থার উদ্দ্যোগে ১৪ নং ওয়ার্ডে অর্ধবার্ষিকী সমন্বয় সভা

বৃহস্পতিবার দলিত সংস্থা এর উদ্দ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকেএইডের অর্থায়নে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এক অর্ধবার্ষিকী সমন্বয় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব, মোঃ মোশারাফ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালমা জাহান, সদস্য, সম্প্রীতি ফোরাম, খুলনা।
উক্ত সভায় রায়েরমহল রাজবংশী পাড়ায় দলিত জেলে কমিউনিটি সংঘের পক্ষ হতে ১৪ নং ওয়ার্ডে বসবাসরত দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনউদ্দোগ সৃষ্টি প্রকল্পের অর্ধবার্ষিকী কর্মসূচি সর্ম্পকে ধারনা প্রদান, এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট সমস্যা ও সমস্যা নিরসনে করনীয়/ উন্নয়নের ক্ষেত্র, মেয়র কর্তৃক ঘোষিত এলাকাভিত্তিক সমাজিক সম্প্রীতি ফোরাম গঠন, আগামী এক বছরে কমিউনিটির মানুষের জন্য এলাকার উন্নয়নমূলক বাজেট, কাউন্সিলর অফিস কর্তৃক সেবাসমূহের সাথে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সম্পৃক্তকরন, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহনে সচেনতামূলক কর্যক্রম পরিচালনা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান (উক্ত এলাকায় কর্মরত বিভিন্ন এনজিও) সাথে সমন্বয়সাধন ও দলিত জনগোষ্ঠীর সেবাদানে কাউন্সিলর মহোদয়কে সংবেদনশীল ও উদ্যোগী করে তোলার জন্য এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রায়েরমহল রাজবংশী পাড়া এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট সমস্যা, শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিশেষ ভাতা সহ দলিতদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সেবায় অর্ন্তভুক্তি করনে প্রতিনিধিরা সুপারিশ পেশ করেন। এছাড়াও এলাকার সমস্যাবলী ওয়ার্ড কাউন্সিলরের কাছে তুলে ধরেন। বর্তমান দলিত যুব সম্প্রদায় বেকার অবস্থায় আছে, তাদের বিভিন্ন জায়গায় যোগ্যতার ভিত্তিতে কাজের সুব্যবস্থা করার বিষয়ে আলোচনাসহ সমাজিক সম্প্রীতি ফোরাম গঠন ও সেই ফোরামে একজন হলেও দলিত প্রতিনিধিকে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়। ওয়ার্ড কাউন্সিলর দলিত জলেদের দাবি সম্পর্কে অবহিত হন ও তাদের সকল সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

উক্ত সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড সচিব মহোদয় জনাব, মোঃ রেজাউল আলম, জনাব, শেখ রাসেল, বিশিষ্ঠ সমাজসেবক, সুশান্ত বিশ্বাস, দীপু হালদার, সভাপতি, দলিত ইয়ুথ কমিটি, জনতা রানী বিশ্বাস, দলিত কমিউসিটি সংঘ এর সদস্য, গৈরাঙ্গ কুমার পাল, এস এম ইমন হোসেন, অফিস সহায়ক এছাড়া দলিত Community Initiative to Establish Dalit & Excluded People’s Rights (CIEDER) প্রকল্পের পক্ষ থেকে প্রকল্প সি.এফ, পার্থ প্রতীম দে ও লক্ষ্মী দাস উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।