সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত-২ | চ্যানেল খুলনা

চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত-২

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের খিলিগাতী এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পরিতোষ মন্ডল (৫০) ও দীববেন্দু মন্ডল (২৫) নামের ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় হামলার শিকার ওই দুই জনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোপত্র ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের বৈদ্যনাথ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডলের সাথে প্রতিবেশী রাজেশ্বর মন্ডলের ছেলে বাবলু ম-ল জায়গা-জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের গত বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বাবলু মন্ডল, নয়ন মন্ডল, বাপ্পী মন্ডল, সিরাজ হাওলাদারসহ ৮-৯ জন অতর্কিতভাবে পরিতোষ মন্ডলের ওপর হামলা চালায়। এ সময় পরিতোষ মন্ডলের ছেলে দীববেন্দু মন্ডল বাধা দিতে গেলে তার ওপরও বর্বোরোচিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা পরিতোষ মন্ডলের বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে পরিষতোষ মন্ডলের ভাই আশুতোষ মন্ডল বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করেন।

এ ব্যাপারে অভিযুক্ত বাবলু মন্ডলের সাথে কয়েক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোল্লাহাটে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির সম্মেলন: *উত্তাপ-উৎসবের পাশাপাশি উদ্বেগের ছায়া*

ফকিরহাটের গাবখালী বাজারে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা

২২ বছর পর চিতলমারীতে বিএনপি’ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

চিতলমারীতে জিপিএ ৫ ও পাসের হারে এবারও শীর্ষে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়

চিতলমারীতে ২২ বছর পর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।