চ্যানেল খুলনা ডেস্কঃকয়রায় বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা গেছে শনিবার সকাল ৭ টার সময় কয়রা থানা পুলিশ উপজেলার ঘড়িলাল বাজারে অভিযান চালিয়ে পুশ করা ১২ কেজি বাগদা চিংড়ি সহ বিকাশ মন্ডল (৫০) কে আটক করে। পরবর্তিতে মাছ সহ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর ই আলম ছিদ্দিকী পুশ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় উপজেলা মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ,কয়রা থানার এসআই নাজমুস সাকিল, পেশকার অনিসুজ্জামান উপস্থিত ছিলেন।


