দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে খুলনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার ২২ নভেম্বর বিকেল ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহাবান জানানো হয়েছে।
এদিকে কর্মসূচি সফল করতে বিএনপির এক প্রস্ততি সভা রবিবার দুপুরে মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শহীদুল ইসলাম শহীদ, জাবেদ মল্লিক, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন আনো, মিজা মাহমুদ, আইয়ুুব মোল্ল্যা, মইদুল হক টুকু, মঞ্জুর আরফিন, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, এস এম শরিফুল আলম, মাশকুর হাসান ফ্রান্স, এম ডি জাফর হাসান, জি এম মুরাদুজ্জামান সবুজ প্রমুখ।
সভা থেকে গতকালের অনশন কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সিনিয়র নেতৃবৃন্দকে লাঞ্ছিত করা, শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার ওয়াহিজ্জামান সহ নেতাকর্মীদের উপর বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়।
সভা থেকে বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাঁধামুক্তভাবে পালনে সহায়তা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি



 
																