সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারীতে নবীন বরণে ২শ’ শিক্ষার্থী পেল আমের চারা | চ্যানেল খুলনা

চিতলমারীতে নবীন বরণে ২শ’ শিক্ষার্থী পেল আমের চারা

বাগেরহাটের চিতলমারীর কালিদাস বড়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ২শ’ নবীন শিক্ষার্থীকে ১টি করে উন্নত জাতের আমের চারা প্রদান করা হয়েছে। ‘সবুজের অভিযান রাখল যে অবদান’ এই শিরোনামে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় কলেজ চত্বরে ব্যতিক্রম এ নবীণ বরণ অণুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ‘বড়াল কলেজ সবুজ সাথী’ ফেসবুক গ্রুপের সদস্যদের পৃষ্ঠপোষকতায় এ আমের চারা প্রদান করা হয়। এ সময় কলেজ ক্যাম্পাস নবীন ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। নবীন বরণ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে একাদশ শ্রেণির প্রতি শিক্ষার্থীকে ১টি করে আমের চারা প্রদান করে নেয় বরণ করে নেয় প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা পড়া-লেখাসহ সব বিষয়ে নবীন শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেণ। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, কলেজের অধ্যাপকম-লী ও বিভিন্ন বর্ষের প্রাক্তণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী ব্যাংক কর্মকর্তা শিমুল ঢালী ও মাধব ব্রহ্ম বলেন, এই গ্রুপে পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী রয়েছে। তারা সব সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সাথে সার্বিক ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের গাছের চারা প্রদান করা হয়েছে। এ ছাড়াও এই গ্রুরে উদ্যোগে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে কালিদাস বড়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি করে উন্নত জাতের আমের চারা প্রদানের বিষয়টি প্রশংসার দাবি রাখে। আগামীতেও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের ভাল কাজের মাধ্যমে এ বিদ্যাপীঠের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে একই মন্দিরে দেড় শতাধিক প্রতিমা দিয়ে দুর্গাপূজার আয়োজন

ফকিরহাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের হরতাল চলছে

ফকিরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবীতে ফকিরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা

মোল্লাহাটে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে: তরুণদের প্রাণের উচ্ছ্বাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।