সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকৃতিকে সুস্থ রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই : ভারতীয় সহকারী হাই কমিশনার | চ্যানেল খুলনা

প্রকৃতিকে সুস্থ রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই : ভারতীয় সহকারী হাই কমিশনার

একই সংস্কৃতি এবং ভাষাগত কারণে বাংলাদেশ ও ভারতের মানুষের মাঝে আত্মিক বন্ধন গড়ে উঠেছে। একে অপরের সুখে দুঃখে পাশে থেকে একসাথে এগিয়ে চলেছে দুই দেশ। আচার, অনুষ্ঠান ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে আমরা হৃদয়ের ভালবাসা সমুন্নত রাখতে সক্ষম হয়েছি। এই পৃথিবীতে মানুষের আসল বন্ধু হলো বৃক্ষ। যে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, সেই প্রকৃতিকে সুস্থ রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই।
সোমবার সকাল ১১টায় সরকারি বিএল কলেজে এক বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের সংস্কৃতি, ভাষা ও ইতিহাসের ঐতিহ্য তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ঋণ কখনও ভুলবার নয়। যুদ্ধের সময় তারা লাখ লাখ শরনার্থীদের সহায়তা করেছে। তাদের সেনারা আমাদের জন্য আত্মাহুতি দিয়েছেন।’ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে স্মরণ করে তিনি আরও বলেন, ‘এই মহিয়সী নারী ওই সময় আমাদের সাহায্যে এগিয়ে না আসলে আমরা বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হতাম না।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনাস্থ সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী অসিম কুমার সানত্রা, এটাচি মনজ কুমার পান্ডে, কলেজের অধ্যাপক ড. হামিদুল ইসলাম খান, অধ্যাপক তবিবর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা বিএল কলেজ প্রাঙ্গনে একটি মহেগনি ও দু’টি ইউলিবেল ফুলের চারা রোপন করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।