 Plant Your Own Oxyzen শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল বিকাল ৫টায় নগরীর সোনাডাঙ্গাস্থ শহীদ শেখ আবু নাসের মাদ্রাসা এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
Plant Your Own Oxyzen শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল বিকাল ৫টায় নগরীর সোনাডাঙ্গাস্থ শহীদ শেখ আবু নাসের মাদ্রাসা এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও বৃক্ষরোপণ কমিটির চেয়ারম্যান এয়ার ইঞ্জি: মলয় কান্তি বালা ও কো-চেয়ারম্যান কাজী তাসকিন আহমেদ শরীফ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেম্বার পরিচালক মো: আজিজুল হাসান দুলু। বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. শফিউল আলম সুজন, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার সামসুন নাহার শিমুল।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির ভাইস-চেয়ারম্যান ময়েজ উদ্দিন চুন্নু, সম্মানিত সদস্য মো: আবু তৈয়ব মুন্সী, মো: বাবুল আকতার, এ্যাড. কামরুল ইসলাম জোয়াদ্দার, এ্যাড. এস এম মাসুদুর রহমান, প্রফেসর ইফাত আরা চৌধুরী, আরবিনা শিকদার, সাংবাদিক রিংটন মন্ডল, কাজী সনি, মো: তারেক হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী রাকিবুল আলম সজীব, মিনহাজ ইসলাম সুজন, নয়ন পাল, সাফিন আহমেদ, রুবেল ইসলাম, ইয়াসিন আরাফাত রাজু, রানা খান, অপু রায়হান আকাশ, আহমেদ রিজভী সোহান, মো: নাজমুল হাসান, মো: আলামিন প্রমুখ। উক্ত প্রজেক্টে পার্টনার হিসেবে কাজ করবে এ্যাকশন ক্লাইমেট ফাউন্ডেশন।-খবর বিজ্ঞপ্তি



 
																